জিয়াউল হক, হুগলি, আপনজন: মাঘী পূর্ণিমা হুগলিতে ত্রিবেণী কুম্ভস্নানের আয়োজন করা হয়েছে। সেখানেও পুণ্যস্নানের জন্য ভিড় সকাল থেকেই। পুণ্যস্নান উপলক্ষে আঁটসাঁট নিরাপত্তা, চলছে পুলিশি নজরদারি। এদিন সেখানে উপস্থিত হয়েছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
উত্তরপ্রদেশের প্রয়াগ রাজে মহাকুম্ভে পুণ্য স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানকার ভিডিও সোশাল মিডিয়ায় দেখা যায়। প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পুণ্যস্নান করেছিলেন গেরুয়া কাপড়ে। আজ ত্রিবেণী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে। বললেন ‘আমি কালার থেরাপি করি।’ তৃণমূল সাংসদ বলেন, “সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল। আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনে স্নান করব। ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল। অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল। ওরা আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না। তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি। এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে। কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি। ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়ত আরও বেশি তৎপর হয়েছে। কোটি কোটি লোক ওখানে গেছে। মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে কী হতে পারে।’’
প্রয়াগরাজে স্নান সেরেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাই শাস্ত্র মেনে এদিন মাথায় জল ছিটিয়ে নেন তিনি। এদিন হুগলির তৃণমূল সাংসদ বলেন, “ত্রিবেণী কুম্ভ মেলার ব্যবস্থাও ভাল। সব দফতর একসঙ্গে কাজ করেছে। স্নানের ঘাটগুলোর একটু সংস্কার করা প্রয়োজন। আমি আমার সাধ্যমত চেষ্টা করব। মহাকুম্ভে স্নান করেছি তাই এখানে আর করলাম না। গঙ্গাজল মাথায় নিলাম। আজ মাঘী পূর্ণিমা আমার সংসদ এলাকায় যদি না যাই তাহলে কী করে হয়। এদিন সবুজ শাড়ি পরেছিলেন রচনা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানান, “আজকে বুধবার আমি সবুজ পরি। আর তাছাড়া আমি কালার থেরাপি করি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct