নিজস্ব প্রতিবেদক, কুলপি, আপনজন: প্রাকৃতিক বিপর্যয় ঘটলে সুন্দরবনের উপরে বড় প্রভাব পড়ে ,সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় নদী বাঁধ ভাঙ্গার সৃষ্টি হয় ভাঙা বাঁধ দিয়ে জল ঢকে নোনা জলে সমস্ত চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়। এটা বর্ষাকাল এলেই আর সেই সময় যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটে এভাবে ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন এলাকার বাসিন্দারা প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে তার সমাধান করলেও চিরস্থায়ী পাকাপোক্ত সমাধান হয় না। নামখানা কাকদ্বীপ পাথরপ্রতিমা গঙ্গাসাগর সহ বিস্তীর্ণ সুন্দরবন এলাকার বেশ কিছু বেহাল বাঁধ রয়েছে ফলে আতঙ্কে থাকে উপকূলবর্তী এলাকার মানুষরা। আর সেই বাঁধের উপরে এবারে রাজ্যে বাজেটে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০ কোটি টাকার বরাদ্দ করেছে। তাই খুব শিগগিরই নদী বাউন্ডারির উপরে কাজ শুরু হবে।
একদিকে যেমন সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষরা খুশি, তারা চাইছে সুন্দরবন এলাকার যে বাঁধ আছে সেই বাঁধগুলো স্থায়ী পাকাপোক্ত হোক। তাই পাকাপোক্ত বাঁধ হলে তারা বিপদের মুখে পড়বে না। বর্ষা এলেই ঝড়-বৃষ্টি বা কোন নিম্নচাপ ঘটলেই সুন্দরবন এলাকার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের বুক কাঁপে, তাই বাঁধ সঠিকভাবে তৈরি হলে অন্তত চাষের জমি নষ্ট হবে না । রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে নদী বাউন্ডারির জন্য ২০০ কোটি টাকার যে বরাদ্দ করেছে সেই টাকা দিয়ে আর কয়েক দিনের মধ্যেই শুরু হবে নদী বাঁধের কাজ । সুন্দরবনবাসী খুশি এই বাজেটে নদী বাউন্ডারির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct