তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: রাজনীতি ভুলে সব দলের নেতারা এক মঞ্চে। হরিশ্চন্দ্রপু্র ২ ব্লকের সাদলীচক গ্ৰাম পঞ্চায়েত ভবন নতুনরূপে সাজানো হয়েছে। বৃহস্পতিবার ফিতা কেটে পঞ্চায়েত ভবন উদ্ভোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর ৪৬ বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম।
উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার,কুমেদপুর ফাঁড়ির ইনচার্জ কাজল বন্দ্যোপাধ্যায়, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা ও সাদলিচক গ্রাম পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন ও বিরোধী দল নেত্রী মোসাম্মৎ কাশমিরী আকতার সহ সব দলের নেতা কর্মীরা। পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন বলেন,পঞ্চায়েত ভবনটি বহু পুরো। জরাজীর্ণ হয়ে পড়েছিল। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে দুই দফায় প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে পঞ্চায়েত ভবন সংস্কার করার পাশাপাশি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। পঞ্চায়েতের মধ্যে রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বসার জায়গা ও শিশুদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। পরিশ্রুত পানীয় জল ও শৌচালয় সহ নানা সুবিধা দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct