মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমান, যা শস্য গোলা নামে পরিচিত, সেখানে খুচরো বাজারে চালের দাম বাড়ছে বলে প্রচার শুরু হয়েছে।
মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এই প্রচারকে ভুল এবং বিভ্রান্তিকর বলে দাবি করলেন পূর্ব বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশন তথা বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক।
তিনি বলেন, “রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে ৯ কোটি মানুষ রাজ্য সরকারের রেশন ব্যবস্থার আওতায় বিনামূল্যে চাল পেয়ে থাকেন। ফলে বাজারের উচ্চমূল্যে চাল কেনার প্রয়োজন খুব কম সংখ্যক মানুষের হয়। যাঁরা ব্র্যান্ডেড মোড়কজাত চাল কেনেন, তাঁদের জন্য দামের পার্থক্য থাকতেই পারে। এটি স্বাভাবিক।”
তিনি আরও ব্যাখ্যা করেন, “চালের দাম খুব বেশি বাড়েনি, বরং এটি বাজারের স্বাভাবিক ওঠানামার ফল। যখন চাহিদা বাড়ে, তখন কিছুটা দাম বাড়তে পারে। তবে ধানের দাম বৃদ্ধির ফলে চাষিরা লাভবান হচ্ছেন, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক।”
এদিকে, সাধারণ ক্রেতাদের একাংশ মনে করছেন, রাজ্য ও কেন্দ্র সরকারের কর ব্যবস্থার কারণে চালের দাম নিয়ন্ত্রণে রাখা উচিত। বিশেষত খোলা বাজারে চালের মূল্যবৃদ্ধি যেন নিম্নবিত্তদের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে, সেদিকে নজর দেওয়া দরকার বলে তাঁরা মত প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct