নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: নারকেলডাঙার আগুন লাগার ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলারকে শোকজ করল দল। আগামী পাঁচ দিনের মধ্যে তাকে শোকজ এর জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীন সিংহকে শোকজ করল তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কাউন্সিলর দলের মুখ্য সচেতন এবং ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত জানিয়েছেন বুধবার বিকেলে শচীন সিংহকে শোকজ চিঠি পাঠানো হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে চিঠির উত্তর দিতে হবে তাকে। আগে সেই জবাব আসবে তারপর সেই চিঠির তার বক্তব্যের উপরে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে দল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি নারকেলডাঙারএকাধিক ঝুপড়ি আগুন লেগে পুড়ে যায়, আগুনে পুড়ে মৃত্যু হয় স্থানীয় এক এলাকাবাসীর ওই ঘটনার পর এলাকায় স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তোলেন বাসিন্দারা তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ হয় পরের দিন মেয়র শ্রীরাধা এলাকায় পরিদর্শনে গেলে তার সামনে কাউন্সিলর এর বিরুদ্ধে খুব উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। মেয়র ফিরহাদ হাকিম অগ্নিকাণ্ডের ঘটনার পরের দিন ঘটনাস্থলে গেলে তার সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাদানুবাদ শুরু হয়। মেয়র ঘটনাস্থল থেকে চলে গেলে দু-গোষ্ঠী মারামারিতে জড়িয়ে পড়ে। এদিকে স্থানীয় বাসিন্দারা কাউন্সিলর শচীন সিংহের বিরুদ্ধে খবরে দেওয়ায় এবং তাকে ঘিরে বিক্ষোভের ঘটনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হন। তিনি অবিলম্বে এ বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমকে পদক্ষেপ নেওয়া নির্দেশ দেন তারপরেই তাকে শোকজ লেটার পাঠানো হয়। ইতিমধ্যে নারকেলডাঙার স্থানীয় কাউন্সিলারের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। এরপর স্থানীয় কাউন্সিলর ও তার অনুগামীরা নারকেলডাঙ্গা থানার সামনে অবস্থানে বসেছিল। এর আগেও নারকেলডাঙার স্থানীয় কাউন্সিলর শচীন সিংহের বিরুদ্ধে উত্তর কলকাতার জেলার তৃণমূল নেতৃত্বের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল কাউন্সিলরের বিরুদ্ধে এলাকার মানুষ বারবার ক্ষোভ জানিয়ে এসেছে। এবার তাই দল নারকেলডাঙার কাউন্সিলরকে শোকজ লেটার পাঠাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct