নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার বালিতে। দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বালি থানার অন্তর্গত জি টি রোডে দেওয়ানগাজি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। যাত্রী বোঝাই ট্যাক্সিকে ধাক্কা মারে রাস্তা ঢালাই করার একটি গাড়ি। ট্যাক্সির চালক ও যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় প্রায় দু’ঘণ্টা পর উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও দমকল আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আসেন বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়। সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সিটি। গ্যাস কাটার দিয়ে ট্যাক্সির দরজা কেটে উদ্ধার করা হয় চালক ও যাত্রীদের। সবারই অবস্থা আশঙ্কাজনক।নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনায় যানজট তৈরি হয় ওই এলাকায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct