নকীবউদ্দিন গাজি, ডায়মন্ডহারবার, আপনজন: বুধবার রাজ্যের পক্ষ থেকে বাজেট পেশ করা হলেও রাজ্য বাজেটে মিড ডে মিল কর্মীদের জন্যই কোন কিছু ভাবেনি রাজ্য সরকার। পাশাপাশি বেশ কিছুদিন আগেই কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে তাতেও মিড ডে মিল কর্মীদেরকে কিছুই বরাদ্দ করেনি। আর তা নিয়েই এবারে পথে নামল মিড ডে মিল কর্মীরা। সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বৃহস্পতিবার দিন ডায়মন্ডহারবার হসপিটাল মোড় থেকে বাটা পেট্রোল পাম্প পর্যন্ত একটি ধিক্কার মিছিল করা হয়। যেখানে কয়েক সো মিড ডে মিল কর্মীরা উপস্থিত ছিল। তাদের দাবি রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মিড ডে মিল কর্মীদেরকে দিয়ে কাজ করিয়ে নিলেও দিনের পর দিন তারা বঞ্চনার শিকার হয়েছে শুধু ।কোন কিছুই পাইনি। পাশাপাশি তাদের দাবি ১০ মাসের জায়গায় ১২ মাসের বেতন নিশ্চিত করতে হবে, কাজের স্থায়ীকরণ, সহ তাদের স্বীকৃতি প্রদান করতে হবে। যে দাবিকে সামনে রেখে আজ ধিক্কার মিছিলে শামিল হন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের মিড ডে মিল কর্মীরা, ডায়মন হারবার স্টেশন মোড়ে এসে বাজেট আগুন লাগিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি না মানা হলে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের পথে আমারও হুঁশিয়ারি দেন তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct