সুরজীৎ আদক, হাওড়া, আপনজন: আমতার সোমেশ্বর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ৯টি আসনেই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।জয়ের পর সমস্ত জয়ী প্রার্থীদের নিয়ে সবুজ আবির ওড়ালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উল্লেখ্য, বছর ঘুরলেই ২৬’শের বিধানসভা নির্বাচন। তার আগে সমবায় নির্বাচনের এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে গোটা রাজনৈতিক মহল।সমবায়ের এই জয় প্রসঙ্গে আমতা-১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুভজীৎ সাহা জানান, এই জয় প্রমাণ করে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের নবরুপকার ডাঃনির্মল মাজি যেমন সারা বছর মানুষের সঙ্গে রয়েছেন তেমনি মানুষও-ও যে আমাদের জনপ্রিয় বিধায়কের সঙ্গে রয়েছেন এই ফল তারই প্রমাণ। এদিন জয়ী প্রার্থীদের নিয়ে সবুজ আবির খেলায় মেতে ওঠেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস,হাওড়া জেলা পরিষদের সদস্য শিলা মাখাল,
আমতা-১নং পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ,কর্মাধ্যক্ষ তুষার কর সিনহা,শুভদীপ পোয়ালি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct