আপনজন ডেস্ক: মিডল অর্ডার ব্যাটসম্যান। ভালো ছক্কা মারতে পারেন। টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেটটাও সব সময় ভালোই থাকে। তাই বলে ভারত টি-টোয়েন্টি দলের আলোচনায় থাকেন, তেমনটাও নয়। ভারতের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন, এর মধ্যে ৩টিই টেস্ট, ১টি ওয়ানডে।
বোঝাই যাচ্ছে, যার সম্পর্কে কথা বলা হচ্ছে, সেই রজত পতিদার ওই অর্থে ভারতের ক্রিকেটে ‘হাইপ্রোফাইল’ কেউ নন। এমন একজনই এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দেবেন। তাঁর অধীনে খেলবেন বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোনরা। প্রশ্ন তাই স্বাভাবিকভাবেই ওঠে—এতজন অভিজ্ঞ ও সিনিয়র খেলোয়াড় থাকতে পতিদার কেন অধিনায়ক? দলে ভারত জাতীয় দলকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া কোহলি আছেন। ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরুকে নেতৃত্বও দিয়েছেন। তবে ৩৫ বছর বয়সী এই ব্যাটসম্যান নিজেই আর অধিনায়কত্বে ফিরতে চান না। চার বছর আগে দায়িত্ব ছাড়ার সময়ই সেটা বলে দিয়েছেন। যদিও পরে সময়ে দলের প্রয়োজনে আপৎকালীন দায়িত্ব সামলেছেন কোহলি। ২০২২ আসর থেকে বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন ফাফ ডু প্লেসি। এবার বেঙ্গালুরু ডু প্লেসিকে ধরে না রাখায় নতুন কাউকে নেতৃত্ব দিতে হতো দলটির। পতিদার সেই নতুন মানুষ। পতিদারের অধিনায়ক হওয়ার পেছনে কোহলিরও ভূমিকা থাকতে পারে। কারণ, ডানহাতি এই ব্যাটসম্যান যে কোহলির প্রিয়পাত্র, এই কথা অনেকবারই শোনা গেছে। আর বেঙ্গালুরুর অধিনায়ক কোহলির প্রিয় হোন বা না হোন, অপ্রিয় কেউ হবেন না, সেটি না বললেও চলছে। পতিদার ছাড়া খুব বেশি বিকল্পও অবশ্য বেঙ্গালুরুর হাতে ছিল না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct