আপনজন ডেস্ক: দেখেন, আপনারা যা ভালো মনে করেন’—এ ছাড়া আর কীই–বা বলার আছে ভারতীয় ক্রিকেটারদের। যে বোর্ডের অধীন তাঁরা খেলেন, সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়মকানুন না মেনে তো আর উপায় নেই। সেই নিয়ম মানতে বাধ্য হয়েই তো এক যুগ পর রঞ্জি ট্রফি খেলতে নেমে যান বিরাট কোহলি ও রোহিত শর্মা।
কিন্তু বিসিসিআইয়ের দেওয়া একটি শর্ত নিয়ে কিছুটা উসখুস আছে ভারতের ক্রিকেটারদের। বিদেশ সফরের সময় তাঁদের স্ত্রী ও সন্তানদের সঙ্গে রাখার ব্যাপারে যে ‘কড়াকড়ি’ আরোপ করে দিয়েছে বিসিসিআই। ‘ডুজ অ্যান্ড ডোন্ট’, মানে করা যাবে ও করা যাবে না—ভারতীয় ক্রিকেটারদের জন্য সম্প্রতি এমন ১০টি নিয়ম করে দিয়েছে বিসিসিআই। এ নিয়ে অনেক কথাও হচ্ছে। এবার এতে যোগ দিয়েছেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও।
‘ক্রিকেট আড্ডা’ নামে একটি ইউটিউব চ্যানেলকে তিনি বলেছেন, ‘স্ত্রীদের সফরে নিয়ে যাওয়া দোষের কিছু নয়। কিন্তু আমার মনে হয়, যদি সফরটা এক মাসের হয়, তাহলে প্রথম ২০ দিন স্ত্রীদের সঙ্গে রাখার অনুমতি দেওয়া উচিত নয়, যাতে খেলোয়াড়েরা একসঙ্গে থেকে একটা দল হয়ে উঠতে পারে। আবার যদি সফর তিন মাসের হয়, তাহলে অন্তত প্রথম এক মাস খেলোয়াড়দের পরিবার রেখে শুধু দলের সঙ্গেই কাটানো উচিত।’ সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ও অস্ট্রেলিয়ায় ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর এই ১০ নিয়ম বেঁধে দেয় বিসিসিআই। দলের মধ্যে ‘শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ’ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয় বলে তখন জানানো হয়। এসব নিয়মের মাধ্যমে নিজের মতো করে অনুশীলনে বা ম্যাচ ভেন্যুতে যাওয়ায় যেমন কড়াকড়ি আরোপ করা হয়েছে, তেমনি বিদেশ সফরে স্ত্রী-সন্তানদেরও বেশি দিন সঙ্গে না রাখতেও বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট খেলতে না দেওয়া, বেতন-ভাতা থেকে টাকা কেটে নেওয়ার শাস্তিও হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ক্রিকেটারদের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct