আপনজন ডেস্ক: আইসিসি দলীয় ব়্যাঙ্কিংয়ে দ্ইং সবার শীর্ষে ভারতীয় ক্রিকেট দল। ইল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করায় ভারতের শীর্ষ স্থা অনেকটাই সহজ হয়ে যায়। ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানো ভারতের রেটিং পয়েন্ট বেড়েছে ১টি। ১১৯ রেটিং পয়েন্ট ভারতের।
ধবলধোলাই হওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এক কমে হয়েছে ৯২। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট বেড়েছে ২টি। ১০২ পয়েন্ট পাঁচ থেকে চারে উঠেছে কিউইরা। ওই টুর্নামেন্ট থেকে বাদ পড়া দক্ষিণ আফ্রিকা চার থেকে পাঁচে নেমে গেছে। দলটি পয়েন্ট হারিয়েছে ৩টি। সর্বশেষ ব়্যাঙ্কিংয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১১। গতকাল শ্রীলঙ্কার কাছে হারা অস্ট্রেলিয়ারও পয়েন্ট ১১১। তবে নির্ধারিত সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার চেয়ে কম ম্যাচ খেলা পাকিস্তান ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় উঠেছে দুইয়ে। শ্রীলঙ্কার কাছে হেরে অস্ট্রেলিয়া খুইয়েছে ২ পয়েন্ট, অন্যদিকে এক জয়ে পাকিস্তানেরও পয়েন্ট বেড়েছে ২টি।
৮১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আগের মতো নয়েই।
আইসিসি ওয়ানডে দলীয় ব়্যাঙ্কিং
ক্রমদলপয়েন্ট
১ (–)ভারত১১৯
২ (+১)পাকিস্তান১১১
৩ (–১)অস্ট্রেলিয়া১১১
৪ (+১)নিউজিল্যান্ড ১০২
৫ (–১)দক্ষিণ আফ্রিকা ৯৯
৬ (–)শ্রীলঙ্কা৯৮
৭ (–)ইংল্যান্ড৯২
৮ (–)আফগানিস্তান ৮৬
৯ (–)বাংলাদেশ৮১
১০ (–)ওয়েস্ট ইন্ডিজ ৭৮
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct