আপনজন ডেস্ক: আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ণ মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন, তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এএফপিকে বলেছেন, ‘আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করতে চেয়েছিল। হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর একজন গুলি করে। বিস্ফোরণের ফলে তার কাছে থাকা আরেকজন নিহত এবং তিনজন আহত হয়।
২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফিরে আসা এবং তাদের বিদ্রোহের অবসান ঘটানোর পর থেকে আফগানিস্তানে সহিংসতা হ্রাস পেয়েছে। তবে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী প্রায়শই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে। বৃহস্পতিবারের এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করা হয়নি। তবে ডিসেম্বরে কাবুলে অফিসের ভেতরে তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিকে হত্যার জন্য আইএস তাদের দায় স্বীকার করেছে। বুধবার গোষ্ঠীটি উত্তর আফগানিস্তানের একটি ব্যাংকেও হামলার দাবি করেছে, যেখানে আটজন নিহত হয়েছে বলে জানিয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct