আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজা উপত্যকা ‘দখল’ ও ’মালিকানা’ নেয়ার এবং এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর প্রস্তাব দিয়েছেন। তবে সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, তার প্রস্তাবের বিরোধিতা করেছেন ৬৪ শতাংশ আমেরিকান। বৃহস্পতিবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রগতিশীল থিঙ্ক ট্যাঙ্ক এবং পোলিং ফার্ম ডেটা ফর প্রোগ্রেসের পরিচালিত এই জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের একটি উল্লেখযোগ্য অংশ ট্রাম্পের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। এর মধ্যে ৪৭ শতাংশ বলেছেন যে তারা এই পরিকল্পনার ‘তীব্র’ বিরোধিতা করেন এবং ১৭ শতাংশ বলেছেন যে তারা ‘কিছুটা’ এর বিরোধিতা করেন। এদিকে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ৮৫ শতাংশ এই ধারণার বিরোধিতা করেছেন। অপরদিকে ৪৩ শতাংশ রিপাবলিকান এর বিরুদ্ধে ভোট দিলেও ৪৬ শতাংশ রিপাবলিকান এ প্রস্তাবকে সমর্থন করেছেন।
সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে এক হাজার ২০০ জনের ওপর করা এই জরিপে উল্লেখ করা হয় যে এ ধরণের পরিকল্পনার মধ্যে গাজায় বসবাসকারী প্রায় ১৮ লাখ ফিলিস্তিনিকে প্রতিবেশী দেশগুলোতে ‘জোরপূর্বক পুনর্বাসন’ করা হবে। ডাটা ফর প্রোগ্রেস তাদের অনুসন্ধানে বলেছে, ‘গাজার নিয়ন্ত্রণ গ্রহণ এবং সেখানকার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে স্থানচ্যুত করার বিরুদ্ধে ভোটারদের একটি বড় অংশ এর বিরোধিতা করেছে।’
ট্রাম্পের ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার প্রস্তাব ফিলিস্তিন, বৃহত্তর আরব ও মুসলিম বিশ্ব ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct