আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জেলার ৫৪টি গ্রামের নাম বদলের কথা ঘোষণা করলেন। পিপালরাওয়ান গ্রামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যাদব বিজেপির জেলা সভাপতি রাই সিং সেন্ধুর কাছ থেকে জেলার বেশ কয়েকটি গ্রামের নাম পরিবর্তনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। জেলা সভাপতির যুক্তি, স্থানীয় বাসিন্দাদের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখেই নাম বদল করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী জেলা কালেক্টরকে নাম বদল কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। নাম পরিবর্তিত গ্রামগুলির মধ্যে রয়েছে মুরাদপুর, হায়দারপুর, শামসাবাদ এবং ইসলামনগর, যার নাম যথাক্রমে মুরলীপুর, হীরাপুর, শ্যামপুর এবং ঈশ্বরপুর করা হবে।
এ ব্যাপারে ভোপালের ইতিহাসবিদ ড. মীরা শাহ বলেন, মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে যুক্ত গ্রামগুলির নাম পরিবর্তন করা সাংস্কৃতিক বৈচিত্র্যকে মুছে ফেলার একটি স্পষ্ট প্রচেষ্টা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভূমিকে রূপ দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct