আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার চার দিন পর বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হল।
একই সঙ্গে বিধানসভাও স্থগিত করা হয়েছে। মণিপুরে কেন্দ্রীয় শাসন ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনে করেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সংবিধানের বিধান মেনে সেই রাজ্যের সরকার কাজ চালিয়ে যাওয়া যাবে না। অতএব, এখন, সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ভারতের রাষ্ট্রপতি হিসাবে মণিপুর রাজ্য সরকারের সমস্ত কাজ সেই রাজ্যের রাজ্যপালের উপর অর্পণ করছি।
গত রবিবার পদত্যাগের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এদিন তিনি রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন। পরের দিন সোমবার রাজ্যের বিধানসভায় সম্ভাব্য অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই বিজেপির এই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। রবিবার গত রবিবার পদত্যাগের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। রবিবার তিনি রাজ্যপাল অজয়কুমার ভাল্লার কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।