আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) ওয়াকফ আইনে প্রস্তাবিত সংশোধনীগুলির তীব্র বিরোধিতা করেছে, এগুলিকে পক্ষপাতদুষ্ট ও অসাংবিধানিক বলে অভিহিত করেছে এবং সরকার বিলটি প্রত্যাহার না করলে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। বোর্ড ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) বিরোধিতাও পুনর্ব্যক্ত করে বলেছে যে এটি অবাস্তব এবং বৈষম্যমূলক।
দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে পার্সোনাল ল বোর্ডের সভাপতি মৌলানা খালিদ সইফুল্লা রহমানি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংবিধান রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। তিনি অভিযোগ করেছেন যে সরকার মুসলিমদের কাছ থেকে বাজেয়াপ্ত করার উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, এই বিলটি একটি সম্প্রদায়কে টার্গেট করার জন্য পরিকল্পনা করা হয়েছে। ওয়াকফ আমাদের সাংবিধানিক অধিকার, একে দুর্বল করার কোনও পদক্ষেপ আমরা মেনে নেব না। ইউসিসি সম্পর্কে তিনি উল্লেখ করেন, উত্তরাখণ্ড সরকার উপজাতি সম্প্রদায়কে ছাড় দিয়েছে। তা প্রমাণ করে আইনটি সর্বজনীনভাবে প্রযোজ্য নয়। আমরা সম্ভাব্য সব সাংবিধানিক ও আইনি উপায়ে এই আইনকে চ্যালেঞ্জ জানাব।
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও এআইএমপিএলবি-র সহ-সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেন, তারা উত্তরাখণ্ডে ইউসিসিকে আইনিভাবে চ্যালেঞ্জ করেছেন এই যুক্তিতে যে ভারতীয় সংবিধান সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতার গ্যারান্টি দেয়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, মুসলিম পার্সোনাল ল বোর্ড ইউসিসি চাপিয়ে দেওয়ার যে কোনও প্রচেষ্টা প্রতিহত করবে।
বোর্ডের সহ-সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ খান আজমি সরকারের বিরুদ্ধে মুসলিমদের প্রতি অসৎ আচরণের অভিযোগ এনেছেন। যদিও তিনি স্পষ্ট করে বলেন, ওয়াকফ আইনে সংস্কারের শুধু বিরোধিতা নয়, তিনি প্রস্তাবিত সংশোধনীর পিছনে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটা সংস্কারের বিষয় নয়, মুসলিম ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়। প্রয়োজনে আমরা প্রতিবাদে রাস্তায় নামব।
বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুর রহিম মুজাদ্দিদি অভিযোগ করেন, সরকার উন্নয়নের নামে মুসলমানদের হয়রানি করতে চায়।
জামায়াতে-ইসলামী হিন্দের সহ-সভাপতি মালিক মোহতাসিম খান ওয়াকফ বিল নিয়ে জেপিসির (যৌথ সংসদীয় কমিটি) রিপোর্ট প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, বিল বা রিপোর্ট কোনোটাই বিশ্বাসযোগ্য নয়। সরকারকে অবশ্যই এটি প্রত্যাহার করতে হবে। তিনি সংসদে এই বিলের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সহকর্মীদের সমর্থনের জন্য আবেদন জানান। এই লড়াইয়ে জামায়াতে ইসলামী বোর্ডের পাশে আছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ওয়াকফ সংস্কারের প্রয়োজনীয়তা স্বীকার করে তিনি সরকারের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যের অভিযোগ এনেছেন। তিনি হুঁশিয়ারি দের, সরকার যদি বলপ্রয়োগের মাধ্যমে এই আইন বাস্তবায়নের চেষ্টা করে তাহলে অস্থিরতা সৃষ্টি হবে ও এর পরিণতির জন্য সরকার দায়ী থাকবে।
বোর্ডের মুখপাত্র ঘোষণা করেন, বিলটি প্রত্যাহার না করা হলে এআইএমপিএলবি সাংবিধানিক ও আইনি কাঠামোর মধ্যে থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করবে। আমরা সরকারকে অনুরোধ করছি আমাদের উদ্বেগগুলো বুঝতে। আমরা ইউসিসিকে আইনিভাবে চ্যালেঞ্জও জানাব।
এদিন প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোহাম্মদ আলী মহসিন তাকভি, মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র ড. এস কিউ আর ইলিয়াস প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct