আপনজন ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার পুনরায় নিশ্চিত করেছেন, তৃণমূল ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে, রাজ্যে তার ‘একলা চলো’ নীতি বজায় রেখে কেন্দ্রে বিরোধী ইন্ডিয়া জোটের শরিক হিসাবে থাকবে। নিজের ডায়মন্ড হারবার কেন্দ্রের সাতগাছিয়ায় ‘সেবাশ্রয়’-এর একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অতীতে তৃণমূল একা ভোটে লড়েছে এবং তা অব্যাহত রাখবে। তিনি বলেন, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন যে আমরা বাংলায় একাই লড়ব। এটা নতুন কিছু নয়। ২০১৪, ২০১৬, ২০১৯ ও ২০২৪ সালে আমরা একাই লড়েছি। তখন আমরা ভালো পারফর্ম করেছি এবং আবারও করব। কংগ্রেসের সঙ্গে জোট হলে বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপির ১২টি আসন জেতা আটকানো যেত, এই দাবি উড়িয়ে দিয়ে অভিষেক বলেন, শেষ পর্যন্ত মানুষের সমর্থনই গুরুত্বপূর্ণ। আমরা একা লড়ছি নাকি জোট বেঁধেছি, তাতে খুব একটা ফারাক হয় না। বড়জোর দু-চারটে আসনের ব্যবধান থাকতে পারত, এর বেশি কিছু নয়। ২০২৬ সালে সম্ভাব্য জোট নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক আলোচনার জন্য দরজা খোলা রাখলেও দলের বর্তমান অবস্থানে অনড় ছিলেন। তিনি আরও বলেন, আমরা বৃহত্তর কারণে ইন্ডিয়া জোটের অংশ। কিন্তু বাংলায় আমরা বরাবরই একা লড়েছি ও জিতেছি। আমরা আবার এটি করব। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্য ও জোটের কৌশল নিয়ে চলমান বিতর্কের মধ্যেই তৃণমূল নেতার এই মন্তব্য। যদিও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পরিষদীয় দলের বৈঠকে ২০২৬-এ তৃণমূল রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে ও কংগ্রেসের সাথে কোনও জোটের সম্ভাবনা একেবারেই নাকচ করে দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct