নিজস্ব প্রতিবেদক, ভাঙড়, আপনজন: এবার লেদার কমপ্লেক্স এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতি হামলা, ধারালো অস্ত্রে আহত ঐ ব্যবসায়ী।বুধবার সাতসকালে কলকাতা লেদার কমপ্লেক্সে থানার ভাটিপোতায় এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতি হামলা হয়।ধারালো অস্ত্র দিয়ে ঐ ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ ওঠে।আহত মালেক মোল্লা বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে আনুমানিক সকাল সাতটা নাগাদ ফোন করে একব্যক্তি বাইক নিয়ে মালেক মোল্লার বাড়িতে আসে। কয়েক মিনিটের মধ্যে হঠাৎই বাড়ির ভিতর থেকে চিৎকার শুরু হয়। আশেপাশের লোকজন ঘরে ঢুকতে না ঢুকতেই আততায়ী পালিয়ে যায়। কলকাতা লেদার কমপ্লেক্স থানায় খবর দিলে পুলিশ এসে আহত মালেক মোল্লাকে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার জন্য পাঠায়। আর এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন। নিরাপত্তার অভাবে আতঙ্কে এলাকারসাধারণ মানুষ। দুষ্কৃতিকে গ্রেফতারের দাবি আত্মীয়দের। আহত ব্যবসায়ীর আত্মীয় সাইফুদ্দিন সরদারবলেন, আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি। নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। বুধবার সকালে মালেকের বাড়িতে ব্যক্তি দেখা করতে আসেএকজন। এরপর রক্তাক্ত অবস্থায় ওকে উদ্ধার করা হয়। আমরা চাই পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে দোষীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct