বাবু হক, হাওড়া, আপনজন: হাওড়া গ্রামীণ জেলার জয়পুর থানার আমতা দুই ব্লকের অমরাগড়ি জিপির ঘনশ্যাম চক ওস্তাদজী পাড়ার নিকট জল নিকাশি খালের উপর এলাকায় প্রথম কাঠের নতুন পোল তৈরি করে রাজ্যের সেচ বিভাগ ২০১২ সালে।
সেই থেকে প্রায় চার বছর পর কাঠের পোল সংস্কার করা হয়। প্রাকৃতিক বিপর্যয় ও সাম্প্রতিক বন্যার কারণে নতুন করে কাঠের পোল নষ্ঠ হয়ে যায়অ সেটি আবার নতুন করে তৈরি করা চলছে। এলাকায় গিয়ে দেখা গেল ঘনশ্যাম চক খানকাহ পাক কুল মশায়খানে তরীকতের জুমলা পীরের আস্তানা ও হজরত কোরবান শাহ্ ওলী আউলিয়ার বংশধর পীরে কামেল শাহ্ সুফি সাধক হজরত সেখ আব্দুল ওয়াহেদ চিস্তি ও কাদেরীর মাজার শরীফ ও ত্বদীয় খলিফা মেজলা শাহজাদা গদ্দিনশিন পীরে কামেল শাহ সুফি হজরত সেখ মহম্মদ জহুরুল হক চিস্তি ও কাদেরীর মাজার শরীফ প্রায় দিন ও বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের বহু ভক্ত মুরিদান মেহমান ও দর্শনার্থীরা আসেন।
কিন্তু পথ ঘাট বা নতুন করে পাকা কংক্রিটের সেতু নির্মাণ করা হয়নি বলে চাপা ক্ষোভ রয়েছে। পুনরায় নতুন করে কাঠের পোল তৈরি করা চলছে বলে জানান এক গৃহবধূ আম্বিয়া বেগম। তিনি সকলকে শুভেচ্ছা জানান ও আশাবাদী সরকারের বিভাগের আধিকারিক বর্গদের দৃষ্টি আকর্ষণ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct