সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদ জংশন রেলস্টেশনে মালগাড়ির গুডস ইয়ার্ড চালু করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এক বছর ধরে তৈরি হয়ে পড়ে থাকলেও বিভিন্ন জটিলতার কারণে গুডস ইয়ার্ড চালু করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শশী রঞ্জন সিং মুর্শিদাবাদ স্টেশনে উপস্থিত হন। তিনি ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সদস্যদের সঙ্গে আলোচনা করেন। কিন্তু জটিলতা খুব একটা কাটেনি। বুধবার মুর্শিদাবাদ জংশন রেলস্টেশনে উপস্থিত হন শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। তার সঙ্গে এক ঝাঁক রেলের উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। বুধবার তিনি মুর্শিদাবাদ ডিসটিক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য, কৃষিজ সার ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এরশাদ আলি, রোহিত জৈন সহ অন্যান্যরা।
ডিআরএম এদিন ব্যাবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। এ বিষয়ে মুর্শিদাবাদ ডিসটিক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যুগ্ম সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্য বলেন, “যখন গুডস ইয়ার্ড চালু করা হয় তখন আমাদেরকে কিছু জানানো হয়নি। মুর্শিদাবাদে সারগাছি এবং কাশিমবাজার দুটি গুডস ইয়ার্ড আছে। মুর্শিদাবাদ জংশনে তৃতীয় গুডস ইয়ার্ড তৈরি করা হয়েছে কিন্তু কিছু জায়গায় রাস্তা সরু আছে, সুতরাং বিকল্প রাস্তা তৈরি করতে হবে। পাশাপাশি পানীয় জল, গোডাউন এবং শেডের ব্যবস্থা করা প্রয়োজন। এই সব সুবিধা উপলব্ধ থাকলে মুর্শিদাবাদ জংশনে মালগাড়ির গুডস ইয়ার্ড অতি দ্রুত চালু করা সম্ভব হবে। যেহেতু তৈরি করা হয়েছে আমরা চাই না এটি বন্ধ হয়ে যাক।”
তিনি আরও বলেন, “ট্রেনের সংখ্যা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। সেদিকেও রেলের সায় লক্ষ্য করা গিয়েছে। ডিআরএম নিজ মুখে নসিপুর রেলব্রিজ হয়ে বন্দে ভারত চালানোর প্রস্তাব রেখেছেন। বিভিন্ন ট্রেনের জন্য তিনি আবেদন করতে বলেছেন আমাদের।”
অন্যদিকে এই বিষয়গুলো নিয়ে যথোপযুক্ত আলোচনা হয়েছে বলে দাবি করেন ডিআরএম দীপক নিগম। সাংবাদিকদের তিনি বলেন, “ব্যবসায়ীরা নিজেদের সমস্যা বলেছেন, আমরাও কিছু প্রস্তাব রেখেছি। সব মিলিয়ে যথোপযুক্ত আলোচনা হয়েছে।”
সব ঠিকঠাক থাকলে মুর্শিদাবাদ জংশনে অতি দ্রুত মালগাড়ির গুডস ইয়ার্ড চালু করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct