চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: সামনে বিধানসভার নির্বাচন।আর তাঁর আগে জেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির নির্বাচন চলছে।বুধবার সমবায় নির্বাচন হয়ে গেল জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানারবাইশহাটা গ্রাম পঞ্চায়েতের পাতপুকুর বৈদ্যেরচক সমবায় সমিতিতে।মোট ৯ টি আসনে এই নির্বাচন হয়।আর নির্বাচনের ফলাফলে দেখা যায় সবকটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জয়লাভ করেছে।এস ইউ সি আই এর হাতে দীর্ঘ ৬৬ বছর এই সমবায় দায়িত্ব ভার ছিলো।এ দিনের ভোটে গন্ডগোলের আশংকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল বকুলতলা থানার পক্ষ থেকে।বিজয়ী ৯ জন তৃনমূল কংগ্রেসের সদস্য হল- মোজাম্মেল খান,জালাল উদ্দিন ঘরামি, শাজাহান বৈদ্য,শামসুদ্দিন ঢালী, সুকুমার মন্ডল,শাজাহান গাজী, সাধন শিকারি, জরিনা ঘরামি ও আজমিরা গাজী।এদিন বিরোধী এস ইউ সি আই এর সদস্যদের পরাজিত করে জয়লাভ করে তৃনমূল। এদিন বিজয়ী হওয়ার পরে বাইশহাটা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি নুরহোসেন গাজীর নেতৃত্বে বিজয় উৎসবে সামিল হন বিজয়ীরা।এ ব্যাপারে বাইশহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর হোসেন গাজী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সরকারের উন্নয়ন দেখে এসইউসিআই এর হাতে থাকা সমবায় তৃণমূলের হাতে তুলে দিলো এলাকার মানুষ। আমরা চাই এই সমবায়ের মাধ্যমে মানুষের উন্নয়ন ও গ্রামের উন্নয়ন করে যাবো।আমাদের পাশে আমাদের বিধায়ক গনেশ মন্ডল আছে।জয়ী সদস্যদের এদিন শুভেচ্ছা জানালেন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct