দেবাশীষ পাল, মালদা, আপনজন: মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন বেআইনিভাবে পুকুর ভরাট করা যাবে না। তারপর থেকেই প্রশাসনের কড়া নজরদারি রয়েছে মালদা জেলায়।মালদহের হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী অঞ্চলে। বেআইনিভাবে পুকুর ভরাটের চেষ্টা রুখল মালদার হবিবপুর ব্লক প্রশাসন। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং হবিবপুর থানার আইসি যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকালে বেআইনি পুকুর ভরাটের চেষ্টা রুখল বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের আনন্দনগর গ্রামে। জানা গেছে, আনন্দনগর গ্রামের বাসীন্দা পঙ্কজ পোদ্দার গত কয়েক দিন ধরে মাটি ফেলে তার পুকুর ভরাটের চেষ্টা করছিলেন। এই মর্মে অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকালে আচমকা হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তরফদার এবং হবিবপুর থানার আইসি শোভন কর্মকার যৌথভাবে অভিযান চালান। অভিযান চালিয়ে তারা বেআইনিভাবে পুকুর ভরাটের চেষ্টা রুখে দেন। পুকুরের মধ্যে ফেলা মাটি জেসিবি মেশিন দিয়ে তুলে পুকুরটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনেন। যদিও পুকুর মালিক পঙ্কজ পোদ্দার দাবী করেন, তিনি পুকুর ভরাট করছিলেন না। পুকুরের পাড় বাঁধাচ্ছিলেন। কিন্তু কেউ বা কারা প্রশাসনের কাছে পুকুর ভরাটের অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ পেয়ে প্রশাসনিক আধিকারিকরা অভিযান চালিয়ে তাকে পুকুর ভরাট না করার ব্যাপারে সতর্ক করলেন। যদিও হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বপন তরফদারের দাবী, পুকুর ভরাটের চেষ্টা হচ্ছিল। সেই চেষ্টা তারা রুখে দিয়েছেন। আগামী দিনে যেখানেই পুকুর ভরাটের চেষ্টা হবে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনমতেই পুকুর ভরাট বরদাস্ত করা হবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct