এম এস ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের বর্ধমান গভর্নমেন্ট মডেল মাদ্রাসা রাজ্যের অন্যতম ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হিসেবে স্বীকৃতি পেয়েছে। শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে রাজ্যকে পথ দেখানো এই মাদ্রাসাটি স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মতো বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়িয়েছে।
মাদ্রাসার প্রধান শিক্ষক নাসির উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আধুনিক শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায়ও এই মাদ্রাসা অগ্রণী ভূমিকা নিচ্ছে। প্রতিবছরের মতো এবারও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি আধিকারিক উপস্থিত থেকে মাদ্রাসার ক্রীড়া ও সাংস্কৃতিক পরিকাঠামোর প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিকর্তা জনাব আবিদ হোসেন, সংখ্যালঘু দপ্তর ও মাদ্রাসা শিক্ষা সচিব জনাব ওবাইদুর রহমান, এস এইচ জি অফিসার জনাব সামস তিবরেজ আনসারী , এ আই কুনাল বাবু, পূর্ব বর্ধমান ওয়াকফ অফিসার মাঞ্জারুল ইসলাম খান , মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক আলী হোসেন মিদ্দা এবং পূর্ব বর্ধমান জেলা সম্পাদক আদর আলী মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশের জন্য মাদ্রাসা কতটা গুরুত্ব দিচ্ছে, তা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
বর্ধমান গভর্নমেন্ট মডেল মাদ্রাসার এই সাফল্যে অভিভাবক ও শিক্ষার্থীরা গর্বিত। ভবিষ্যতে এই মাদ্রাসা আরও উচ্চমানের শিক্ষার পরিবেশ তৈরি করবে, এমনটাই আশা সকলের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct