আপনজন ডেস্ক: বোলারদের বল পিটিয়ে অনেক রেকর্ডই গড়েছেন বিরাট কোহলি। এবার মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন তিনি। তাকে আউট করে আজ আহমেদাবাদে রেকর্ড গড়েছেন আদিল রশিদ। ভারতীয় ব্যাটারকে সর্বোচ্চবারের মতো আউট করার রেকর্ড।
আদিল অবশ্য এককভাবে এই রেকর্ডের মালিক নন, সঙ্গী আছেন আরো দুজন। সেই দুজন হচ্ছেন জশ হ্যাজলউড ও টিম সাউদি। তিনজনেরই ‘প্রিয় শিকার’ কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ১১ বার কোহলিকে আউট করেছেন তারা। আহমেদাবাদে আজ কোহলিকে উইকেটরক্ষক ফিল সল্টের হাতে ক্যাচ বানিয়ে যৌথভাবে রেকর্ডের মালিক হন আদিল। আজকের আউটটি ওয়ানডেতে পঞ্চম আদিলের। অন্যদিকে দুইবার টি-টোয়েন্টির বিপরীতে চারবার টেস্টে আউট করেছেন আদিল। সব মিলিয়ে ৩৪ ম্যাচে ১১ বার আউট করেছেন ইংল্যান্ডের লেগ স্পিনার।
আদিলের ‘প্রিয় শিকার’ হওয়ার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন কোহলি। সর্বশেষ সব মিলিয়ে ১০ ইনিংস পর পাওয়া ফিফটিটায় রানে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতের সাবেক অধিনায়ক। আজ ৫৫ বলের ৫২ রানের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ১ ছক্কায়। ওয়ানডে ক্যারিয়ারের ৭৩তম ফিফটি এটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct