আপনজন ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্য বাজেট পেশ করল বিধানসভায়। বুধবার বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৩ লক্ষ ৮৯ হাজার ১৯৪ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে । এদিন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের যে বাজেট পেশ করেন সেখানে পরিকাঠামো, সামাজিক সুরক্ষা, সার্বিক কল্যাণ ও কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে ৷ রাজ্যের কর্মচারীদের জন্য অতিরিক্ত চার শতাংশ মহার্ঘ ভাতা, ভাঙন রোধে নতুন প্রকল্প ‘নদীবন্ধন’-এ ২০০ কোটির তহবিল, পথশ্রী প্রকল্পে গ্রামীণ উন্নয়নে বরাদ্দ ১৫০০ কোটি, বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ ৯,৬০০ কোটি, গঙ্গাসাগর সেতু ও ঘাটাল মাস্টার প্ল্যান ক্ষেত্রে ৫০০ কোটি টাকা করে বরাদ্দ করা হয়েছে, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়ার জন্য বরাদ্দ ২০০ কোটি টাকা, ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতে, বিদ্যালয় শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, স্বাস্থ্যে বরাদ্দ ২১ হাজার ৩৫৫ কোটি টাকা, কর্মশ্রী প্রকল্পে ৬১ কোটি শ্রমদিবস তৈরি, চা-শিল্পে কৃষি আয়কর ছাড়ের মেয়াদ বাড়ল ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। বাজেটে অনগ্রসর শ্রেণিকল্যাণ বিভাগে ব্যয় বরাদ্দ ২,৪২৩,৮০ কোটি টাকা যা গতবছর ছিল ২,২৭০,৩০ কোটি টাকা। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য ৫,৬০২,২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । ৬০০টি স্মার্ট ক্লাসরুম, ১০০টি ডিজিটাল ল্যাবরেটরি এবং ৭৬টি মাদ্রাসায় সায়েন্স ল্যাবরেটরি মানোন্নয়নের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয়ের একাধিক পরিসংখ্যান তুলে ধরে NAAC থেকে B+ Accreditation অর্জন করার বিষয়টি বাজেটে উল্লেখ করা হয়েছে ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct