আপনজন ডেস্ক: টেস্টে ভারতের সময়টা ভালো যাচ্ছে না। গত অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ তে সিরিজ হার। যেটি ছিল ঘরের মাঠে এই সংস্করণে এক যুগ পর ভারতের সিরিজ হার। এরপর ভারত হেরেছে অস্ট্রেলিয়ার মাটিতেও (৩-১)।
তাতে টানা দুইবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ভারত এবার ফাইনালের আগেই বাদ। বাজে সময় কাটানো ভারতের এই টেস্ট দলকে কথা দিয়েই উড়িয়ে দিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি, ভারতের বর্তমান টেস্ট দল তাঁর দলের কাছে হেরে যেত তিন দিনেই। রণতুঙ্গা বলেছেন ভারতকে তিন দিনের মধ্যে হারানোর মূল কারিগর হতেন দুই বোলার—চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরন। দ্য টেলিগ্রাফকে রণতুঙ্গা বলেন এদের সামনে বিরাট কোহলিরা মুখ থুবড়ে পড়ত, ‘চামিন্ডা ভাস ও মুত্তিয়া মুরালিধরনের মতো বোলার থাকলে আমার দল এই ভারতকে তিন দিনে হারাত।’
রণতুঙ্গার নেতৃত্বে ১৯৯৬ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। যদিও সেই শ্রীলঙ্কার এখন আর তেমন দাপট নেই। রণতুঙ্গা, অরবিন্দ ডি সিলভাদের ব্যাটিং দেখার জন্য একসময় মানুষ টিভির সামনে বসত। এরপর মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারা মাতিয়েছেন মাঠ। আর এখন শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগ রসকষহীন!
সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে ঘরের মাঠে ২-০ তে সিরিজ হেরেছে তারা। রণতুঙ্গা অবশ্য মনে করেন, এখনো প্রতিভার ঘাটতি নেই শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর দায় চাপিয়েছেন সাবেক অধিনায়ক, ‘বর্তমান শ্রীলঙ্কা দলে প্রতিভার কমতি নেই। সব মিলিয়ে দলটি প্রতিভাবান। ১৯৯৬ সালের দলটির যদি তাকাই একমাত্র ডি সিলভাই বর্তমান খেলোয়াড়দের চেয়ে প্রতিভাবান। মূল সমস্যাটা আসলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। বোর্ডের ব্যবস্থাপনা কমিটি দুর্নীতিবাজ, সেটাই সব সমস্যার মূল।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct