আপনজন ডেস্ক: পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইতুরি প্রদেশের গ্রামে হামলা চালিয়ে ৩৫ জনেরও বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে একদল যোদ্ধারা। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে আজ মঙ্গলবার একজন গ্রামপ্রধান এ তথ্য জানিয়েছেন।
জুগু অঞ্চলের জাইবা গ্রামের প্রধান জিন ভিয়ানি বলেছেন, কোডেকোর সশস্ত্র যোদ্ধারা রাত ৮টার দিকে আক্রমণ চালিয়ে বাসিন্দাদের হত্যা করেছে এবং ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা আজ সকালে ৩৫ জনেরও বেশি লাশ গণনা করেছি এবং অনুসন্ধান চলছে।
আহতদের সংখ্যাও অনেক, অনেকেই তাদের বাড়িতে পুড়ে মারা গেছেন।’
স্থানীয় নাগরিক সমাজের নেতা জুলেস সুবা বলেন, মঙ্গলবার সকালে এখন পর্যন্ত ৪৯টি মৃতদেহ গণনা করা হয়েছে এবং অনুসন্ধান চলছে। পূর্ব কঙ্গোতে জমি ও সম্পদের জন্য লড়াইরত অসংখ্য মিলিশিয়াদের মধ্যে কোডেকো অন্যতম। জাতিসংঘ অতীতে হেমা সম্প্রদায়ের ওপর আক্রমণের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে।
এটি যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের আকার ধারণ করতে পারে। জুগু অঞ্চলের বেশিরভাগ বাসিন্দা হেমা।
গ্রামের প্রধান জিন ভিয়ানি আরো বলেন, ‘ভুক্তভোগীরা হেমা সম্প্রদায়ের। প্রায় ৩ কিলোমিটার (১.৮৬ মাইল) দূরে অবস্থানরত কঙ্গোলিজ সেনা এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct