আপনজন ডেস্ক: জাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তার ওপর দেওয়া স্থগিতাদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সমুদ্রপথে জাহাজে করে ৫ লাখ মেট্রিক টন খাবার সরবরাহে আর অনিশ্চিয়তা থাকল না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এই তথ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) গতকাল রবিবার জানিয়েছে, টাইটেল ২ ফান্ড দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
এর ফলে ইউএসএআইডি চুক্তি অনুযায়ী ডব্লিউএফপি খাদ্য ক্রয় এবং বিরতরণ করতে পারবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য সকল বিদেশি সাহায্য স্থগিত রাখে। তবে জরুরি খাদ্য সহায়তার ওপর স্থগিতাদেশ ছিল না। তারপরও মার্কিন কৃষকদের উৎপাদিত পণ্য কেনা বন্ধ করে দিয়েছিল ওয়াশিংটন।
‘আমেরিকা ফার্স্ট’ বিদেশ নীতির সঙ্গে সকল সহায়তা সামঞ্জস্যপূর্ণ কি না তা পর্যালোচনা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র ডব্লিউএফপিকে মার্কিন অর্থায়নে প্রদত্ত বহু অনুদানের কাজ বন্ধ করতেও বলেছিল, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও খাদ্য মওকুফ জারি করার পাঁচ দিন পরে এই আদেশ দেওয়া হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct