আপনজন ডেস্ক: বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা, দানশীল ব্যক্তি এবং বিলিয়নিয়ার উদ্যোক্তা প্রিন্স করিম আগা খান ৮৮ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর পাঁচ দিন পর বিশ্বখ্যাত এই আধ্যাত্মিক নেতাকে মিসরের আসওয়ান শহরে দাফন করা হয়েছে। প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম। তার দাতব্য সংস্থা আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ৫ জুলাই এক বিবৃতিতে তার মৃত্যুর খবর দেয়। পর্তুগালের লিসবনে তার মৃত্যু হয়। প্রিন্স করিম আগা খান সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। তার ব্রিটিশ নাগরিকত্ব ছিল এবং তিনি ফ্রান্সের একটি চ্যাটোতে বসবাস করতেন। ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে দাদার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। গত রবিবার তার দাফনকাজ সম্পন্ন হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, প্রিন্স করিমকে মিসরের আসওয়ানে তার দাদা আগা খান তৃতীয়ের সমাধিস্থলে সমাহিত করা হয়েছে। নতুন সমাধি নির্মিত না হওয়া পর্যন্ত তার মরদেহ সেখানেই সমাহিত থাকবে। তার দাফন পুরোপুরি পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। এর আগে পর্তুগালের লিসবনের ইসমাইলি সেন্টারে তার জানাজার সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা, ইসমাইলি সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct