আপনজন ডেস্ক: গত সপ্তাহে এক নাবালক শিশু ভুল করে পায়ে হেঁটে ফিনল্যান্ড থেকে সীমান্ত অতিক্রম করায় শিশুটিকে আটক করে হেফাজতে নিয়েছে রাশিয়া। বর্তমানে ঘটনাটিকে কেন্দ্র করে নতুন তথ্য উঠে এসেছে। জানা যায় যে, শিশুটি অনেকটা ইচ্ছাকৃতভাবেই কাজটি করেছে। বর্ডার গার্ডের লেফটেন্যান্ট ম্যাটি রান্টানেন বলেন, ‘এটি খুব বড় ধরণের ভুল ছিল না।’ শিশুটির বয়স উল্লেখ করা হয়নি। এক সপ্তাহ আগে সে অনুমতি ছাড়াই দক্ষিণ-পূর্ব ফিনল্যান্ডের ‘ইমাত্রা’ সীমান্ত অতিক্রম করে। দৈনিক ইল পত্রিকাটি তখন রিপোর্ট করেছিল যে, শিশুটি বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। দক্ষিণ-পূর্ব ফিনল্যান্ডের বর্ডার গার্ডের লেফটেন্যান্ট রান্টানেন সংবাদমাধ্যম এইচবিএলকে বলেন, বর্ডার গার্ডের ইলেকট্রনিক নজরদারি সিস্টেম থেকে সতর্কবার্তা আসে যে, একজন ব্যক্তি সীমান্তের কাছাকাছি চলে এসেছে। যদি কেউ নজরদারি সিস্টেমে ধরা পড়ে, তাহলে সে ইতিমধ্যেই সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছে বলে বুঝতে হবে। কেউ সাধারণত সেখানে মজা করার জন্য হাঁটে না। আবার সাধারণত এমনও হয় না যে, কেউ দুর্ঘটনাক্রমে বা ভুল করে রাশিয়ায় যায়। ধরে নিতে হবে যে, ব্যক্তিটি ইচ্ছাকৃতভাবে সীমা অতিক্রম করেছে। ঘটনাটি জেনেশুনেই ঘটানো হয়েছিল। দক্ষিণ-পূর্ব ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ঘটনার পরপরই রাশিয়ান সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং শিশুটিকে ফিনল্যান্ডে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তখন শিশুটি রাশিয়ান সীমান্ত কর্তৃপক্ষের কাছে ছিল না, বরং রাশিয়ার কেন্দ্রীয় কর্তৃপক্ষের হেফাজতে ছিল বলে জানা যায়। বিষয়টি এখন ফিনিশ পুলিশ কর্তৃপক্ষ পরিচালনা করছে, যারা শিশুটিকে ফিনল্যান্ডে ফিরিয়ে আনার জন্য কাজ করছে বলে জানা যায়। ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রণালয় ঘটনাটি সম্পর্কে অবগত হলেও তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না। ম্যাটি রান্টানেন শিশুটিতে ফিনল্যান্ডে ফিরিয়ে আনার আশা প্রকাশ করে বলেন, শিশুটির কাছ থেকে সব শোনার পর জানা যাবে কেন সে সীমান্ত অতিক্রম করেছিল। পুলিশ ঘটনাটিকে ‘নিখোঁজ’ হিসেবে তদন্ত করছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct