আপনজন ডেস্ক: বিশ্বজুড়ে দুর্নীতির বিস্তার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে বাধাগ্রস্ত করছে বলে সতর্ক করেছে দুর্নীতি পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)। সংস্থার প্রকাশিত ২০২৪ সালের করাপশন পারসেপশনস ইনডেক্স (CPI) প্রতিবেদনে দেখা গেছে, জলবায়ু নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বহু দেশের দুর্নীতি সূচক কমেছে, যা বৈশ্বিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে TI জানায়, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বিশ্বব্যাপী দুর্নীতির অবস্থা প্রায় অপরিবর্তিত রয়েছে, যা রীতিমতো উদ্বেগজনক। ১৮০টি বিশ্লেষণকৃত দেশের মধ্যে দুই-তৃতীয়াংশের স্কোর ছিল ৫০-এর নিচে, যেখানে বৈশ্বিক গড় ছিল মাত্র ৪৩। ২০১২ সাল থেকে ৩২টি দেশ দুর্নীতির বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি করলেও ১৪৮টি দেশ স্থবির অবস্থায় আছে বা আরও খারাপের দিকে যাচ্ছে, যা দুর্নীতি দমনে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরে।
টিআই ( TI) দুর্নীতির এই প্রবণতাকে জলবায়ু সংকট মোকাবিলার পথে “ধ্বংসাত্মক” বলে অভিহিত করেছে। সংস্থাটি বলেছে, বৈশ্বিক উষ্ণতা ও চরম আবহাওয়ার সময় যখন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, তখন দুর্নীতি এই সংকটকে আরও গভীর করছে। বিশেষত, জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এটি আরও ভয়াবহ পরিণতি বয়ে আনছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন আয়োজক দেশগুলোর দুর্নীতি সূচক কমছে, যা এই আলোচনার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘের কপ৩০ (COP30) জলবায়ু সম্মেলনের আয়োজক ব্রাজিল পেয়েছে মাত্র ৩৪ স্কোর, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশ, যারা জলবায়ু আলোচনায় নেতৃত্ব দেয়, তাদের স্কোরও ৬৫-তে নেমে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বরাদ্দ করা কয়েক বিলিয়ন ডলারের তহবিল দুর্নীতির কারণে সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না। দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে জলবায়ু প্রকল্পগুলো দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে, সবচেয়ে বিপদাপন্ন দেশগুলোর মধ্যে দক্ষিণ সুদান, সোমালিয়া ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর দুর্নীতি সূচকও সবচেয়ে নিচের দিকে রয়েছে। টিআই-এর প্রধান নির্বাহী মাইরা মার্টিনি সতর্ক করে বলেন, “আমরা যদি এখনই দুর্নীতি বন্ধ না করি, তাহলে এটি কার্যকর জলবায়ু পদক্ষেপকে পুরোপুরি নস্যাৎ করে দেবে।” প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্নীতি রোধে কার্যকর উপায় হতে পারে জলবায়ু প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। পাশাপাশি, দুর্নীতিবিরোধী সংস্থাগুলোর ক্ষমতা বৃদ্ধি করলে পরিবেশগত অপরাধ কমানো এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা সম্ভব হবে।
বিশ্বের সামনে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ হলেও, দুর্নীতি এই সংকট মোকাবিলায় অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার ও কার্যকর নীতিমালা বাস্তবায়নে সরকারগুলোকে দ্রুত উদ্যোগ নিতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct