আপনজন ডেস্ক: ফিলিস্তিনিদের গাজায় ফিরে যাওয়ার অধিকার থাকবে না এবং ‘আমি হব এটির মালিক’। প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ফক্স নিউজের ব্রেট বেয়ারের সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় এই মন্তব্য করেছিলেন, যা গত শনিবার রেকর্ড করা হয়েছিল। তবে সর্বশেষ অংশটি গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। ট্রাম্পের মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইসরায়েল এবং হামাস একটি দুর্বল যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি চালিয়ে যাচ্ছে। হামাস ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে তাদের বন্দি কিছু ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইসরায়েলের জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে তারা। এ ঘোষণার পর হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল। গাজায় যেকোনো পরিস্থিতির জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে দেশটি। ট্রাম্প সাক্ষাৎকারে বেয়ারকে বলেন, ‘আমরা ১.৯ মিলিয়ন মানুষের জন্য সুন্দর সম্প্রদায় গড়ে তুলব। যা একটি নিরাপদ সম্প্রদায়, এটি পাঁচটি, ছয়টি হতে পারে বা দুটিও হতে পারে।’ গাজার বেশিরভাগ জনসংখ্যা একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে। গাজার ৭০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ব্যবস্থা ভেঙে পড়েছে, খাদ্য, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের ঘাটতি রয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে, গাজা উপত্যকার ২০ লাখের বেশি ফিলিস্তিনির জন্য তিনি উন্নত ও নিরাপদ এলাকা গড়ে তুলবেন। গাজা থেকে কিছুটা দূর আবাসন তৈরি করা হবে এবং এটি হবে নিরাপদ ও আধুনিক।
অপরদিকে গাজা উপত্যকা নিয়ে ট্রাম্প বলেন, ‘ভবিষ্যতের জন্য গাজা উপত্যকাকে একটি রিয়েল এস্টেট প্রকল্প (আবসন খাত) হিসেবে দেখুন। সমুদ্রের পাশে এটি হবে অনন্য এক সুন্দর এলাকা। ছুটি কাটাতে এটি একটি সুন্দর জায়গা হবে এবং আবাসনখাত নির্মাণে বেশি অর্থও খরচ হবে না। আমি এটির মালিক হব।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct