এম মেহেদী সানি , কলকাতা, আপনজন: শবেবরাত উপলক্ষে রাজ্য সরকার বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার নবান্নের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শবেবরাতের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি এবং রাজবংশীদের মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি সরকারি অফিস বন্ধ থাকবে। ফলে বৃহস্পতিবার ও শুক্রবার ছুটি। পরের দু’দিন শনি ও রবিবার পড়ে যাওয়ায় চলতি সপ্তাহে টানা চারদিনের লম্বা ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, ২০২৫ সালের জন্য গত বছর ২২ নভেম্বর রাজ্য সরকার যে ছুটির তালিকা ঘোষণা করেছিল, সেখানে শবেবরাত ও ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের জন্য ১৪ ফেব্রুয়ারি ছুটির দিন নির্ধারণ করেছিল নবান্ন। কিন্তু, চাঁদ দেখার উপর নির্ভর করে একদিন আগে অর্থাৎ, ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শবেবরাত অনুষ্ঠিত হবে। এরপরই মঙ্গলবার নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে শবেবরাতের জন্য ১৩ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হল । ফলে টানা চারদিন ছুটি সরকারি কর্মচারীদের
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct