নিজস্ব প্রতিবেদক , কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছেন যে রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই চলবে, কংগ্রেস বা অন্য কোনও দলের সাথে জোট গঠনের কোনও সম্ভাবনা উড়িয়ে দেবে। বিধানসভার বাজেট অধিবেশনের আগে দলের সাংসদদের বৈঠকে তৃণমূল সুপ্রিমো দু’তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামী বছর নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন।
কংগ্রেস দিল্লিতে আম আদমি পার্টিকে সাহায্য করেনি। হরিয়ানায় আম আদমি পার্টি কংগ্রেসকে সাহায্য করেনি। দুই রাজ্যেই জয়ী হয়েছে বিজেপি। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বাংলায় কংগ্রেসের কিছুই নেই। আমি একাই লড়ব। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের বিধায়কদের বলেছেন, আমরা একাই যথেষ্ট। কারও সাহায্যের প্রয়োজন হবে না। মোট আসনের দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে টানা চতুর্থবারের মতো রাজ্যে সরকার গঠন করবে দল।
দলীয় সূত্রের খবর, রুদ্ধদ্বার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, তার জন্য সমমনোভাবাপন্ন দলগুলির মধ্যে সমঝোতা থাকতে হবে।তা না হলে জাতীয় স্তরে বিজেপিকে আটকানো ভারতীয় গোষ্ঠীর পক্ষে কঠিন হবে।
তৃণমূল নেত্রী দলীয় বিধায়কদের সতর্ক থাকতে বলেছেন, কারণ বিজেপি নির্বাচনে জিততে ভোটার তালিকায় বিদেশিদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করতে পারে।
সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের ইউনিটগুলিকে রাজ্যস্তর থেকে বুথ স্তর এবং বিভিন্ন শাখায় ঢেলে সাজাবেন। নির্বাচনের এক বছরের কিছু বেশি সময় বাকি থাকায় মমতা বিধায়কদের পুরানো এবং নতুন দলীয় কর্মীদের সাথে কাজ করার এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় জনগণের সাথে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদদের অবসরের বয়স দেওয়ার পক্ষে, অন্যদিকে মমতা দলের পুরনো রক্ষীকে ছাড়তে রাজি নন। অভিষেক সংগঠনে রদবদলের সুপারিশ জমা দিলেও নতুন পদাধিকারী বাছাইয়ের জন্য ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রবীণ নেতা অরূপ বিশ্বাসকে প্রতিটি পদের জন্য তিনটি করে নাম প্রস্তাব করতে বিধায়কদের নির্দেশ দিয়েছেন মমতা। সূত্রের খবর, খুব শীঘ্রই ব্লক স্তরের বিভিন্ন কমিটির নাম চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বিধায়কদের উদ্দেশে বলেন, তাঁর নিজের কোনও পরিবার নেই । মমতার কথায়, “আপনারাই আমার পরিবার। দলে সকলকে একসঙ্গে চলতে হবে। একসঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দিল্লিতে বিজেপির জয় নিয়ে আরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লির সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দিল্লির কংগ্রেস যদি আম আদমি পার্টিকে সমর্থন করত, তাহলে ভোটের ফলাফল অন্যরকম হত। দিল্লিতে ইন্ডিয়া জোটের শরিক আপের বেশ কয়েকজন নেতার হার নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
এ বিষয়ে নদিয়া জেলার তৃণমূল বিধায়কের কথায়, দিদি মনে করেন কংগ্রেসের প্রায় ৫ শতাংশ ভোট পাওয়া ফলাফলে প্রভাব ফেলেছে। দিদি বলেন, কংগ্রেস যদি কিছুটা নমনীয়তা দেখাত এবং আম আদমি পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছত, তাহলে ফল অন্যরকম হত।হরিয়ানাতেও আপ কংগ্রেসকে সমর্থন করেনি বলেও দাবি করেন তিনি। তাঁর বিশ্বাস, দুই জোট শরিক একসঙ্গে লড়লে হরিয়ানায় ক্ষমতায় ফিরত না বিজেপি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct