সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: আজ আর.জি.করের অভয়ার জন্মদিন।আর এই অভয়ার জন্মদিন কে স্মরণ করে ফের রাস্তায় নামলেন বাঁকুড়ার প্রতিবাদী নাগরিকবৃন্দ। এদিন অভয়া হত্যাকান্ডে আসল দোষীদের চিহ্নিতকরণ করে শাস্তির দাবিতে ব্যানার পোস্টার হাতে নিয়ে বাঁকুড়া শহরের পথে নামলেন বাঁকুড়ার প্রতিবাদী মানুষজন। এদিন মিছিলে অভয়া হত্যাকাণ্ডের ন্যায্য বিচার চেয়ে স্লোগান তুলতেও দেখা গেল প্রতিবাদী মানুষজনদের। তাদের দাবি মহামান্য আদালত অভয়া হত্যাকান্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে যে রায় দিয়েছে তাকে তারা আদেও সন্তুষ্ট নয়। তাদের দাবি আরো মূল মাথা এই নারকীয় কান্ডের সাথে যুক্ত রয়েছে তাদের চিহ্নিতকরণ করে শাস্তির ব্যবস্থা যতক্ষন না হচ্ছে তাদের আন্দোলন থামবে না এবং রাজপথও ছাড়বে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct