নুরুল ইসলাম খান , কলকাতা, আপনজন: মাছ ভাতে বাঙালির চিরাচরিত একটি রীতি রয়েছে।বাঙলা তথা বাঙালি ক্রমশ পিছিয়ে পড়ছে বিভিন্ন দিক দিয়ে। পিছিয়ে নেই চাকরি থেকে শুরু করে বিভিন্ন কর্মসংস্থান নিয়েও। এই বাংলার ভূমিতে ভূমিপুত্র হওয়ার পরও নানাদিক তারা কোনঠাসা। আক্রান্ত থেকে শুরু করে অসভ্য ভাষায় বাঙালি জাত তুলে গালাগালিও হজম করতে হচ্ছে।ঠিক সেই রকম একটি কঠিন সময়ে চোখে চোখ রেখে প্রতিবাদ করছে বাঙলা পক্ষ নামক সংগঠনটি।ঘুরে দাঁড়িয়েছে এই সংস্থার কর্মীরা। বাঙালির বিবিধ সমস্যা নিয়ে প্রতিবাদ করে বাঙলার ঐতিহ্য অনেকটাই রক্ষা করেছে। কিন্তু রবিবার গিরীশপার্ক ও বড়ো বাজারের কাছে ব্যতিক্রম একটি ভোজনের অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলা পক্ষ।বড়ো বড়ো রুই ও কাতলা মাছের ছিল এলাহি আয়োজন। সেখানে পাত পেড়ে যথারীতি কব্জি ডুবিয়ে মাছ ভাত খেল বিনি পয়সায় সাধারণ বাঙালি। মাথ ভাত খেকো বাঙালির প্রাচীন পরম্পরা ফিরিয়ে আনার জন্য এই খাদ্য উৎসব করেছেন বলে জানা গিয়েছে। সংগঠনের কর্ণধার গর্গ চ্যাটার্জী বলেন বাঙালির মাছ ভাত খাওয়া পৌরমাতা মিনাদেবী পুরোহিতের সহ্য হচ্ছে না।তার ভীষণ অসুবিধা ও অস্বস্তি লাগছে!এটা প্রচার হওয়ার পর সংশ্লিষ্ট সংগঠনটি আন্দোলনে নামে। ঠিক করে মাছ ভাতের উৎসব। তাদের বক্তব্য হল এটা বাংলাভূমী।৯০ শতাংশ মানুষ মাছ ভাত খেতে ভালবাসেন।কোন মানুষের অসুবিধা হলে সে তার জন্ম ভূমিতে চলে যাক। আমাদের খাবার আমরা খাব। তিনি আর বলেন বিহার বা উত্তর প্রদেশে গিয়ে বাঙালি কালচারের কথা বললে,তারা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দেবে?
আমরা কি খাব,কি পড়ব সেটা আমাদের মৌলিক অধিকার।
এই বিষয়ে কোন নেতার কথা আমরা শুনব না। বাংলা তথা বাঙালির স্বর্গ রাজ্যে ভূমিপুত্র বাঙালিরা বঞ্চিত হচ্ছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct