নিজস্ব প্রতিবেদক , চন্দ্রকোনা, আপনজন: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবী নদীর উপর ব্রিজের বেহাল অবস্থা। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষ রোগীদের। এলাকাবাসীদের দাবি দীর্ঘদিন প্রশাসনে জানিয়ে কোন সুরাহা মেলেনি।নিত্যযাত্রীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে চরম সমস্যার কথা জানাচ্ছেন।
ভগবন্তপুর থেকে কামারখালী যাওয়ার মাঝে ভৈরবী নদীর উপর ব্রিজের উপর বড় গর্ত দেখা দিয়েছে যে কোন মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজের এক প্রান্তে ভগবন্তপুর উচ্চ বিদ্যালয়, ভগবন্তপুর স্বাস্থ্য কেন্দ্র অপর প্রান্তে কামারখালী, ধান্যঘোরী, হুড়হুড়িয়া, রশিয়াড়ি গ্রামের বসবাস। এই রাস্তাটি দিয়ে সহজেই গড়বেতা যাওয়া যায় ।
তাই প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াতের এই ব্রিজের উপর দিয়ে। এক কথায় দিন গুনছেন নিত্যযাত্রী থেকে এলাকাবাসী কবে ব্রিজের সংস্কার হবে। ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার জানান “কাজটি বড় কাজ পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় তাই ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানাবো যত দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করা যায়”। এই সেতু দিয়ে পথ চলতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে আঘাত পাচ্ছেন। অতি দ্রুত এই সেতু মেরামতি করে অথবা নতুন সেতু তৈরি করে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct