নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, আপনজন: ইউপিএসসি কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট এক্সাম-২০২৪ -এ সারা ভারতে প্রথম স্থান অধিকার করে শহরের মুখ উজ্জ্বল করল শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিনতম পরীক্ষায় এত বড় সাফল্য অর্জন করায় গর্বিত গোটা শহর। তাকে সংবর্ধিত করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার হাতে একটি মোমেন্টো তুলে দেন মেয়র।
শিলিগুড়ি ৪২ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে তার পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হন। এরপর মুম্বাই আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন তিনি। তারপরেই ইউপিএসসি পরীক্ষা দেন, আর তাতেই বাজিমাত। আর কিছুদিন পরেই তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক হিসেবে যোগদান করতে চলেছেন।
শিলিগুড়ির মেয়র জানান, তার এই জয় মৌলিক গবেষণার ক্ষেত্রে রাজ্য তথা দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় ছাপ রাখতে পারবে। তার এই সাফল্যে গর্বিত গোটা উত্তরবঙ্গ। একই সঙ্গে গর্বিত বঙ্গের মাটিও। এই মুহূর্তে শিলিগুড়ি শহর আনন্দে টগবগ করে ফুটছে জয়দীপ রায়ের এই স্বীকৃতিতে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct