নিজস্ব প্রতিবেদক , বহরমপুর, আপনজন: রবিবার বহরমপুর কস্তুরী অ্যাপার্টমেন্ট এ বেলা ১ টার আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল চাতক প্রকাশন এর ৪ টি গ্রন্থ । খালিদা খাতুনের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । গ্রন্থ গুলি হল-
বিশিষ্ট গল্পকার সাহিত্যিক সহিদুল ইসলাম এর গল্প সংকলন “রোদ রঙের মানুষ”। চাতক পত্রিকার সম্পাদক শেখ মফেজুল এর প্রবন্ধ সংকলন “বিভাগ পরবর্তী পশ্চিমবাংলার মুসলমান সমাজ উন্নয়ন ও সাংস্কৃতিক চেতনা” । মালদহর বিশিষ্ট চিকিৎসক হাজেরুল ইবকার এর কাব্য সংকলন “একটি ছাতার খোঁজে” । এ সময়ের তরুণ কবি খালিদা খাতুন এর কাব্য সংকলন “শেষ পাতার গল্প”। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন বিশিষ্ট ইতিহাসবেত্তা খাজিম আহমেদ, কবি ও প্রধান শিক্ষক লক্ষণ কুমার দাস, চাতক প্রকাশন এর কর্ণধার শেখ মফেজুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্যিক কুনাল কান্তি দে, সাহিত্যিক সহিদুল ইসলাম, শিক্ষাব্রতী হাসিবুর মল্লিক । কবিতা পাঠ করেন অধ্যাপক কবি রাজন গঙ্গোপাধ্যায়, যুথিকা ত্রিবেদী, গোপাল বাইন, আবু তুরাব আলী মোল্লা, নজরুল ইসলাম প্রমুখ । সংগীত পরিবেশন করেন শিল্পী সুমিতা ঘোষ। উপস্থিত সকলের হাতে স্মারক সম্মাননা তুলে দেন খাজিম আহমেদ । সারা বাংলা সাহিত্য-সংস্কৃতি মঞ্চ আয়োজিত ও চাতক ফাউন্ডেশন পরিচালিত এই অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন চাতক সম্পাদক । এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সুপ্রীতি বিশ্বাস, উমা সেন রায় ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct