নিজস্ব প্রতিবেদক , দার্জিলিং, আপনজন: পুলিশ অফিসার খুনের মামলায় জামিন পেতেই পাহাড়, ডুয়ার্স নিয়ে হুংকার দিলেন বিমল গুরুং। বলিদান দিবস উপলক্ষে শিবচুতে এসে পাহাড় ও ডুয়ার্সের কিছু অংশ নিয়ে বোরো ল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ধাঁচের স্বশাসিত সায়ত্তশাসনের দাবি জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিম বিমল গুরুং।
ফের পৃথক স্বশাসনের পক্ষে সওয়াল করলেন বিমল গুরুং।এর পাশাপাশি
তাদের জন্মসিদ্ধ দাবি “গোর্খাল্যান্ড “ থেকে সম্পুর্ন সরে আসছেন না আবার স্পষ্ট করে সেকথাও জানান প্রকাশ্যে তিনি।
উল্লেখ্য, সম্প্রতি দার্জিলিঙে এক পুলিস অফিসার খুনের মামলায় কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে জামিন পেয়েছেন বিমল গুরুং।
শনিবার ছিল গোর্খা জনমুক্তি মোর্চার অন্যতম কর্মসূচি বলিদান দিবস পালন উপলক্ষে বিমল গুরুং ডুয়ার্সের শিবচুতে আসেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে ৮ ফেব্রুয়ারি গোর্খাল্যান্ড দাবি নিয়ে আন্দোলনের সময় পুলিশের গুলিতে বিকি লামা, নেতা খাওয়াস,ও বিমলা রাই নামের তিন জনের মৃত্যু হয়। তারপর থেকে প্রতি বছর গোর্খা জনমুক্তি মোর্চার তরফে শিপচুতে পালিত হয়ে আসছে বলিদান দিবস ।তৈরি হয়েছে শহীদ স্মারক। এদিনও তার পরিবর্তন হয় নি।
এদিন শ্রী গুরুং শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুস্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান। তারপর বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। পরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে জানান, দার্জিলিং, কালিম্পং জেলা ও ডুয়ার্সের বিভিন্ন উন্নয়নের প্রয়োজনে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনস্টেশন ধাঁচের স্বশাসিত সায়ত্তশাসনের বিশেষ দরকার বলে তারা মনে করছেন।
তিনি জানান ইতিমধ্যে তারা সরকার পক্ষের কাছে এ বিষয়ে দাবী জানিয়েছেন। বিমল আরো বলেন,তবে আমাদের জন্মসিদ্ধ দাবি গোর্খাল্যান্ড সেটা থেকে সরে আসছি না। এদিন এই উপলক্ষে সভায় লোক সমাগম ভালোই ছিল। ফের পাহাড়ে স্বশাসিত শাসনের দাবিতে সওয়াল করে গোর্খা ল্যান্ড ইস্যুকে জাগিয়ে তুললেন বিমল গুরুং। শান্ত পাহাড় আবার কি আন্দোলনে অশান্ত হয়ে উঠবে এই মন্তব্যের পর সেই প্রশ্নই ঘুরছে পাহাড় থেকে তরাই সর্বত্র।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct