সাবের আলি , বড়ঞা, আপনজন: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কাটনা গ্রামের, ঢালাই রাস্তার কাজে ব্যবহৃত হয়েছে নিম্নমানের সামগ্রী। এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখােলা গ্রামবাসীরা। ঠিকাদার কর্মীরা এমনই দুর্নীতি ও স্বজনপোষনের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেন মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের কুলি পঞ্চায়েতের, কাটনা গ্রামে। কুলি পঞ্চায়েত প্রধান জেসমিন আহমেদ বলেন সিডুল অনুযায়ী কাজ হয়েছে এখানে কোন বে নিয়ম হয়নি বলে জানান কুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন আহমেদ। তবে এই কথা মানতে নারাজ গ্রামবাসীরা, তারা অভিযোগ করেন সিডুল দেখতে চাইলে তা দেখাচ্ছে না। গ্রামবাসী আজিরুল করিম বলেন কাজের বিষয়ে জানতে চাইলে কোন কর্ণপাত করছে না ঠিকাদার সংস্থা লোকজনরা। একদিন আগে নির্মাণ হয় ঢালাই রাস্তা তা বেশিরভাগই নিম্নমানের সামগ্রী এবং ৩ ইঞ্চি ঢালাই হয়েছে বলে অভিযোগ বাসিন্দারা ।বলেন রাস্তার ঢালাই কোথায় আবার ২ ইঞ্চি দিয়ে পালাচ্ছে। রাস্তায় ২ ইঞ্চি ঢালায় হয়। এমনটা আমাদের জানা নেই। গ্রামবাসীরা আরো অভিযোগ করেন কাটনা গ্রামটি বন্যা কবলিত গ্রাম, এই গ্রামের রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রী এবং গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়লে যাতায়াত করতে হয়। রাস্তা নির্মানে নিম্নমানের সামগ্রী সিংহভাগই ব্যবহার করেছে যার ফলে মাস খানেকের মধ্যেই রাস্তায় ফাটল ও ধসে পড়বে বলে আশঙ্কা করেন গ্রামবাসীরা । পাশাপাশি রাস্তা নির্মানের বরাদ্দ কত টাকা সেটাও আমরা জানতে পারিনি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা।, গ্রামবাসি ফুরান সেখ বলেন প্রশাসনের কাছে আমাদের আবেদন যাতে কাজটা ঠিক মতো হয় এবং কত টাকা বরাদ্দ হয়েছে। সেটা আমরা জানতে পারি পুনরায় সিডুল অনুযায়ী যেন ঢালাই করা হয়। এইটাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ। ঠিকাদার সংস্থার কে এ বিষয়ে জানতে চাইলে তিনি মুখ খুলতে নারাজ। সরকারি নিয়ম অনুযায়ী যেকোনো সরকারি প্রকল্পের কাজ হলে বোর্ড লিখা হয়।আমরা গিয়ে দেখি সেখানে কোন বোর্ড লিখা ছিল না। বিডিও গোবিন্দ দাস পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct