আপনজন ডেস্ক: চীনা নেতৃত্বাধীন বিশাল অবকাঠামো বিনিয়োগ প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ থেকে সরে যাচ্ছে পানামা। বেইজিংয়ের কথিত প্রভাব রোধে ওয়াশিংটনের হুমকির মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হলো। প্রকল্পটির লক্ষ্য বিশ্বব্যাপী বাণিজ্য এবং যোগাযোগের উন্নতি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক বিবৃতিতে প্রকল্প থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা দেন।
ফলে ২০১৭ সালে চীনের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ নবায়ন করবে না দেশটি। পানামা খালের কৌশলগত গুরুত্ব বিবেচনায় চীনের এই উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। পানামা তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) থেকে বেরিয়ে যাওয়ার পর ল্যাটিন আমেরিকায় ওয়াশিংটনের ‘ঠাণ্ডা যুদ্ধের মানসিকতার’ নিন্দা জানিয়েছে চীন। শুক্রবার গণপ্রজাতন্ত্রী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। লিন জিয়ান এক বিবৃতিতে বলেছেন, ‘বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে কলঙ্কিত ও দুর্বল করার জন্য চাপ ও বলপ্রয়োগ ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বেইজিং দৃঢ়ভাবে বিরোধিতা করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct