সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: দেশ চালানো এবং সমাজ গড়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে শনিবার উলুবেড়িয়ার গঙ্গারামপুর আল-আমীন মিশন একাডেমীর কৃতি ছাত্রীদের সম্বর্ধনা ও পুনর্মিলন উৎসব অনুষ্ঠানে এসে এমনই জানালেন রাজ্যের পূর্ত,জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়। মন্ত্রী পুলক রায়ের আরও সংযোজন সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রীদের স্ব স্ব ক্ষেত্রের প্রতিষ্ঠিত হওয়ার পর দেশ চালানোর ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তাদের রাজনীতিতে যোগ দিয়ে দেশ, রাজ্য, পঞ্চায়েত, জেলা পরিষদ, পুরসভা এবং পঞ্চায়েত চালানোর দায়িত্ব নিতে হবে। মন্ত্রী আরও জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রশাসনিক ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণকে অনেক সাবলীল করেছেন।নির্বাচনে প্রতিনিধি করার জন্য মহিলাদের আসন সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন।এমনকি দিল্লীতেও লোকসভায় বেশি সংখ্যক মহিলা প্রতিনিধিদের পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।তাই আপনাদের এখান থেকে ছাত্রীরা স্ব স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজনীতিতে যোগদান করে দেশ, রাজ্য এমনকি স্থানীয় প্রশাসন চালানোরও দায়িত্ব নিতে এগিয়ে আসুন। এদিন আল আমীন মিশনের সাধারণ সম্পাদক এম নুরুল ইসলাম তার বক্তৃতায় আল আমীনের ছাত্রছাত্রীর উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ছাত্রছাত্রীরা যদি নিবিড়ভাবে পড়াশুনা করে তাহলে তাদের অগ্রগতি কেউ রুখতে পারেব না। নিষ্ঠার সঙ্গে অধ্যবসার ফলে একজন পড়ুনা জীবনের সাফল্যের চূড়ায় উঠতে পরেন বলে তিনি মন্তব্য করেন।
এদিনের এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক ডা.পি দীপাপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, উলুবেড়িয়ার গঙ্গারামপুর আল-আমীন মিশন একাডেমীর সুপারিনটেডেন্ট সেনারুল সেখ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct