আপনজন ডেস্ক: গ্রিসের অন্যতম জনপ্রিয় পর্যটন দ্বীপ সান্তোরিনিতে আবারও ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২০২৪ সালের জুন মাসে সূক্ষ্ম কম্পনের মাধ্যমে শুরু হওয়া এই অস্থিরতা ধীরে ধীরে ভয়াবহ ভূমিকম্পে রূপ নিয়েছে, যার ফলে অনেক পর্যটক দ্বীপ ছেড়ে পালাচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই দ্বীপে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সাথে রয়েছে এই ভূমির প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ।
সান্তোরিনির মাটি প্রথমবার নয়, এর মানুষদের কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। ১৯৫৬ সালের জুলাই মাসে, একটি ৭.৮ মাত্রার ভূমিকম্প দ্বীপটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল। প্রবীণ বাসিন্দা ইইরিনি মিন্দ্রিনো স্মরণ করে বলেন যে, কিভাবে তার ঘরটি ফেটে গিয়ে আবার বন্ধ হয়ে গিয়েছিল। সেই স্মৃতি এখনও দগদগে হয়ে আছে। সে সময় দ্বীপের ৫৩ জন নিহত এবং অধিকাংশ মানুষ দ্বীপ ছাড়তে বাধ্য হন। আজকের সান্তোরিনি, যা বিশ্বের অন্যতম বিলাসবহুল পর্যটন গন্তব্য, তখন ছিল এক শান্ত জেলেদের গ্রাম। উল্লেখ্য, চলতি বছর পরিস্থিতি আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। জুন থেকে শুরু হওয়া ছোট ছোট ভূকম্পন এখন ৪.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পে পরিণত হচ্ছে। দ্বীপের বাড়িঘর কাঁপছে, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিমান ও সমুদ্রপথে লোকজন দ্বীপ ছাড়তে শুরু করেছেন, তবে অনেক স্থানীয় বাসিন্দা এখনও রয়ে গেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct