অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট, আপনজন: বাঁধের কাজের শুভ সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার অন্তর্গত ডাঙ্গা তথা আত্রেয়ী খাঁড়ির দক্ষিণ পাড়ের বাঁধের নির্মাণ কাজের শুভ সূচনা করা হয় এ দিন।
বালুরঘাট পৌরসভার উদ্যোগে ও সেচ দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হতে চলা বাঁধের নির্মাণ কাজের শুভ সূচনা লগ্নে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শুভজিৎ মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল এই আত্রেয়ী খাঁড়ির দক্ষিণ পাড়ের বাঁধ নির্মাণের।পাড় না বাঁধার জন্য আশেপাশের বাড়িগুলি ভেঙে যাচ্ছিল। সেই মতো বালুরঘাট পুরসভা ও সেচ দপ্তরের ব্যবস্থাপনায় খাঁড়ির এক পাশ বাঁধার কাজের শুভ সূচনা করা হল এদিন। এবিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ‘এই সমস্যাটি দীর্ঘদিন ধরে চলছিল। বন্যার সময় এই এলাকার মানুষদের অনেককেই বাড়িঘর ছেড়ে অন্য নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয়। অবশেষে এই কাজটি শুরু হতে চলেছে।’
এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, ‘রাজ্যের মন্ত্রীর উপস্থিতি প্রমাণ করে এই কাজটির গুরুত্ব কতটা। অবশেষে কাজটি শুরু হতে চলেছে। এটি সকলের একটি টিম ওয়ার্কের ফল।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct