নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: মাইক বন্ধ করতে গিয়ে পুলিশের সাথে বচসা। পুজো কমিটির ইটের আঘাতে মাথা ফাটলো এক পুলিশ কর্মীর ।
হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েতের নিয়ল ও নপাড়া এলাকায় শনিবার সকাল থেকে সরস্বতী পুজোর বিসর্জন শোভাযাত্রা চলছে। অভিযোগ সেই শোভাযাত্রায় তারশ্বরে মাইক ও বক্স বাজছিল। পুলিশের কাছে খবর পৌঁছাতেই পান্ডুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়।
মাইক বন্ধ করতে বলে পুজো কমিটি গুলোকে। এরপরেই তাদের সঙ্গে শুরু হয় পুলিশের বচসা। পুলিশ মাইক সেট আটক করে গ্রাম থেকে নিয়ে আসতে গেলে অভিযোগ সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে তাঁরা। ইটের আঘাতে পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরার ইটের আঘাতে মাথা ফাটে এছাড়াও পিঠে বুকের পাঁজরে গুরুতর ভাবে আঘাত লাগে ভিলেজ পুলিশ সুদীপ হাজরা ঘোষের।
তাদের নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামে বিশাল পুলিশ উপস্থিত হয় ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্রর নেতৃত্বে। যারা কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যবস্থা করেছে পুলিশ আধিকারিকরা। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct