আপনজন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার স্থানীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জর্দান, ইরাক ও মিসরে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।
গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে এই উপত্যকা থেকে বের করে দেয়ার ব্যাপারে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী আম্মানসহ জর্দানের বিভিন্ন শহরে শুক্রবার ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে দেশটির বহু রাজনীতিবিদ অংশগ্রহণ করেন। এসব রাজনীতিবিদ জর্দানের পার্লামেন্টে এমন একটি বিল আনতে যাচ্ছেন, যাতে গাজাবাসীকে জর্দানে পুনর্বাসিত করার প্রচেষ্টাকে বেআইনি ঘোষণা করা হয়েছে।
ট্রাম্প গত সপ্তাহে তার পরিকল্পনা এভাবে শুরু করেছিলেন যে গাজাবাসীকে আরব দেশগুলোতে বিশেষ করে জর্দান ও মিসরে পাঠিয়ে দেয়া হবে। কিন্তু ওই দুই দেশ ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর তিনি আরো জঘন্যভাবে বলেন, গাজাবাসীকে সেখান থেকে বিতাড়িত করে উপত্যকাটি দখল করে নেবে আমেরিকা।
শুক্রবারের বিক্ষোভে জর্দানের একজন রাজনীতিবিদ এমনকি এ প্রস্তাবও দেন যে ইসরাইলের সাথে একটি সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে জর্দানের তরুণ সমাজকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখা দরকার।
এদিকে, ট্রাম্পের বর্ণবাদী পরিকল্পনার বিরোধিতা করে রাজধানী বাগদাদসহ ইরাকের বিভিন্ন শহরেও বিক্ষোভ হয়েছে। একইরকম বিক্ষোভ হয়েছে মিসরেও। এর আগে বিশ্বের বহু দেশ গাজাবাসীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর বিরোধিতা করে বক্তব্য দেন। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পর্যন্ত ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct