আপনজন ডেস্ক: দিল্লি নির্বাচনে আম আদমি পার্টির (আপ) পরাজয় সত্ত্বেও, তারা মুসলিম অধ্যুষিত আসনগুলিতে ভাল ফল করেছে। ২০২৫ সালের দিল্লি নির্বাচনে চারজন মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। এবারের নির্বাচনে জয়ী মুসলিম প্রার্থীরা সবাই আপের। বিজয়ী প্রার্থীরা হলেন, বাল্লিমারান থেকে ইমরান হুসেন (আপ), মতিয়া মহল থেকে আলি মোহাম্মদ ইকবাল (আপ), ওখলা থেকে আমানতুল্লাহ খান (আপ) এবং সিলামপুর থেকে চৌধুরী জুবায়ের আহমেদ (আপ)। কংগ্রেস ও এআইএমআইএমের উপস্থিতির কারণে মুসলিম ভোট বিভাজনের সম্ভাবনা থাকা সত্ত্বেও মুসলিম প্রার্থীরা তাদের জয় নিশ্চিত করেন। গত নির্বাচনে পাঁচজন মুসলিম প্রার্থী জয়ী হয়েছিলেন ও তাদের সবাই আপের ছিলেন। যদিও ২০২০ সালে ওখলা, বাবরপুর, মুস্তাফাবাদ, সিলামপুর, মতিয়া মহল, বাল্লিমারান এবং চাঁদনি চক আনে জেতে আপ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct