আপনজন: পবিত্র কুরআনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সম্প্রীতির বার্তা দিল অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট ৷ ওই সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কলকাতা পার্ক সার্কাস ময়দানে শনিবার আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সেই সম্মেলন থেকে একদিকে যেমন বিশ্ব বরেন্য ক্বারীরা সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত করেন, অন্যদিকে বাংলা তথা দেশের শান্তি সম্প্রীতি ঐতিহ্য বজায় রাখতে অশুভ শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সম্প্রীতির বার্তা দেন পীরজাদা ত্বহা সিদ্দিকী থেকে শুরু করে, সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, সাংসদ আবু তাহের খান প্রমুখরা ৷ ক্বেরাত সম্মেলন থেকে এ দিন ইমাম-মুয়াজ্জিন বার্তা প্রকাশ করে অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট ৷
এদিনের আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত ক্বারী সাহেবরা উপস্থিত ছিলেন । বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মালোয়েশিয়া থেকে শায়েখ ক্বারী আব্দুল হাদী, শায়েখ ক্বারী উমার শিয়াজুলী, মিশর থেকে শায়েখ ক্বারী আব্দুর রজিক আশ-শিহাবী, ইন্দোনেশিয়া শায়েখ ক্বারী ফাদলান জয়নুদ্দিন, গুজরাত রাজ্য থেকে ক্বারী মোহাঃ সালমান, ক্বারী মোহাম্মদ তৈয়েব প্রমুখ ৷ প্রত্যেকে কুরআন শরীফের বিভিন্ন আয়াত সুমধুর কণ্ঠে পাঠ করেন । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার শ্রোতা মুগ্ধ হয়ে শোনেন কুরআন তেলাওয়াত । মঞ্চে যখন বিশিষ্ট ক্বারীরা কোরআন তেলাওয়াত করছিলেন তখন সুবহানাআল্লাহ, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত ছিল গোটা পার্ক সার্কাস ময়দান চত্বর ৷
সংগঠনের রাজ্য সভাপতি জিয়াউল হক লস্করের সভাপতিত্বে, সংগঠনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানের সূচনায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত সংগঠকরা বক্তব্য রাখেন ৷ তাঁদের বক্তব্যের মধ্যে দিয়ে ইমাম-মুয়াজ্জিনদের একাধিক দাবি দাওয়ার কথা উঠে আসে ৷ এদিনের সভা থেকেই রাজ্য সরকারের উদ্দেশ্যে সংগঠনের তরফে ৩৫ হাজার ইমাম-মুয়াজ্জিনের পাশাপাশি ৮৫ হাজার পুরোহিতদের আবাসযোজনা প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার দাবি জানানো হয় ।
এ দিন সন্মেলন থেকে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির আবেদন জানানো হয় ৷ রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে আগামী এপ্রিল মাসে রানী রাসমণি রোডে সমাবেশের ডাক দেওয়া হবে বলেও সংগঠনের তরফে জানা গিয়েছে ৷ অন্যদিকে সমস্ত মসজিদ কমিটির কাছে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির জন্য সুপারিশ পত্র পাঠাবে ‘অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট’ সংগঠন ৷ অভিযোগ তোলা হয় সরকারি ভাবে ওয়াকফ বোর্ড থেকে যে মেধাবী পড়ুয়াদের বৃত্তি প্রদান করা হয়, তাও বন্ধ রয়েছে । অবিলম্বে ওই বৃত্তি পুনরায় চালু করার আবেদন জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বিশিষ্টজনদের মধ্যে এ দিন উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস বিধায়ক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবী গোলাম আশরাফ, রাজ্য হজ কমিটি ও ওয়াকফ বোর্ডের সদস্য মেহের আব্বাস রিজভী, পীরজাদা খোবায়েব আমিন, সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান প্রমুখ ৷ ক্বেরাত সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ‘অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাষ্টে’র রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, সভাপতি জিয়াউল হক লস্কর, চেয়ারম্যান সাব্বির আলী ওয়ারসি, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজ হাশমি প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct