আপনজন: ২০২৫ এ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আর কয়েকদিন পর এরই মধ্যে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিতে তুলে দেওয়া হচ্ছে অ্যাডমিট কার্ড। সেইসঙ্গে ছাত্রছাত্রীদের উৎসাহিত ও সাহস জোগাচ্ছে শিক্ষকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফের গাঁতি জে পি মেমোরিয়াল স্কুল( উচ্চ মাধ্যমিক) এ বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয় স্কুল প্রাঙ্গণে।প্রথমেই শিক্ষার্থীদের কে বরণ করে নেওয়া হয়, ফুল, মিষ্টি,কলম,ট্রান্সপারেন্ট বোড’ দিয়ে। সেই সঙ্গে কিভাবে পরীক্ষার আগের কটা দিন চলতে হবে তার নির্দেশনা দেওয়া হয়। এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক গবেষক লিটন রাকিব, সাংবাদিক হাসিবুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা নূর হোসেন মন্ডল সহ প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী অভিভাবকগণ। উল্লেখ্য প্রতিষ্ঠানটি ২০১২ সালে পথচলা শুরু করে বর্তমানে ৫০০অধিক ছাত্রছাত্রীর বিচরণ ভূমি হয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct